Print

Rupantor Protidin

রাজধানীতে সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৫ , ৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

পরিদর্শক হাফিজুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার করি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

এদিকে, ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নামে ঝটিকা মিছিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অংশ নেন বলে দাবি পুলিশের। ওই মিছিলে নেতৃত্বদানকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে
জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।