Print

Rupantor Protidin

ইরান ইস্যুতে আলোচক পাঠাতে পারেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৫ , ৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ইরান ইস্যুতে আলোচক পাঠাতে পারেন ট্রাম্প

ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজের একজন সাংবাদিক জানিয়েছেন, ট্রা¤প বর্তমানে বিষয়টি বিবেচনা করছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াশিংটনে ফিরে গিয়ে পরিস্থিতি বিশ্লেষণের পর নেবেন।

উল্লেখ্য, জি-৭ সম্মেলনে অংশ নিতে ট্রা¤প বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং সেই সাংবাদিক ট্রাম্পের সঙ্গে একই বিমানে (এয়ার ফোর্স ওয়ান) যুক্তরাষ্ট্রে ফিরছিলেন।

সিবিএস-এর ওই সাংবাদিক এক্সে (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, ট্রাম্প চান, ইরান যেন পুরোপুরি পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করে এবং এই সংকটের একটি ‘সত্যিকারের চূড়ান্ত সমাধান’ অর্জিত হয়।

এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাও।