Print

Rupantor Protidin

মুকুলের মৃত্যুর পেছনে ছিল শারীরিক অবহেলা, জানালেন রাহুল দেব

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৫ , ২:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

মুকুলের মৃত্যুর পেছনে ছিল

মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। গত ২৩ মে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু শোবিজ অঙ্গনে শোকের ছায়া ফেলে এবং ঘনীভূত হয় নানা জল্পনা-কল্পনা। এবার অভিনেতার ছোট ভাই ও খ্যাতিমান অভিনেতা রাহুল দেব মুখ খুলেছেন মুকুলের মৃত্যুর কারণ নিয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃত্যুর আগে টানা সাড়ে আট দিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মুকুল। তার শারীরিক অবস্থার অবনতির মূল কারণ ছিল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।

রাহুল দেব বলেন, “চিকিৎসার দিক থেকে দেখলে—যখন খাওয়াদাওয়ার দিকে ঠিকভাবে নজর রাখা হয় না, তখন এমন পরিণতি হতে পারে। শেষ চার-পাঁচ দিন ও একদম খাওয়া বন্ধ করে দিয়েছিল।”

মুকুল মানসিক অবসাদে ভুগছিলেন কি না—এই প্রশ্নে রাহুল ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা এখন তার মৃত্যু নিয়ে নানা কথা বলছেন, তারা জীবিত অবস্থায় তার খোঁজও নেননি। মুকুল সুস্থ ছিল না—এমন কথা বলার আগে তারা নিজেই ওর সঙ্গে শেষবার কবে যোগাযোগ করেছিলেন, সেটা ভাবা উচিত।”

রাহুল আরও জানান, “মুকুলের ওজন কিছুটা বেড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে হাফ ম্যারাথনেও দৌড়েছে। নিজের শরীরের খেয়াল রাখা বন্ধ করলে, তার প্রভাব শরীরে পড়েই।”

বহুমুখী প্রতিভার অধিকারী মুকুল দেব ছোটপর্দা থেকে বড়পর্দা—সবখানেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ‘দস্তক’ সিনেমায় এক পুলিশ অফিসারের ভূমিকায় তার অভিনয় দর্শকের নজর কাড়ে। এই ছবিতেই বলিউডে অভিষেক হয় বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। সালমান খানের ‘জয় হো’ ছবিতেও তার
পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়।