Print

Rupantor Protidin

শুরুতেই ধাক্কা, গলে লড়ছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৫ , ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২৫, ২:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

লড়ছে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) গলে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে শুরুটা ছিল হতাশাজনক।

মাত্র ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্ডোর অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বলে স্লিপে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১০ বল খেলে শূন্য রানে ফিরেন এনামুল হক বিজয়।

এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টাও খুব বেশি সময় স্থায়ী হয়নি। থারিন্দু রথনায়েকের বল মোকাবেলায় ভুল করেন সাদমান। ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৫৩ বল খেলে করেন ১৪ রান।

তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল হক। তবে তিনিও থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। থারিন্দু রথনায়েকের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা ধনাঞ্জয়ার হাতে ক্যাচ দেন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ২৯ রান
করেন এই বাঁহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮ রান। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।