মাত্র দুই ঘণ্টার টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে খুলনা মহানগরের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত লাগাতার বৃষ্টির ফলে নগরের শিববাড়ি মোড়, রয়েল মোড়, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট, বয়রা বাজার, নতুন রাস্তা মোড় ও বাস্তব হারা কলোনিসহ অধিকাংশ এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও কোথাও রাস্তায় হাঁটু সমান পানি জমে গেছে।
প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বিপণিবিতান এবং সরকারি-বেসরকারি অফিসের সামনের রাস্তাও পানিতে তলিয়ে যায়। ড্রেনের আবর্জনামিশ্রিত পানি উপচে রাস্তায় উঠে আসায় সাধারণ মানুষ পড়েছেন মারাÍক দুর্ভোগে।
বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দোকানদারদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। নগরীর অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছোট যানবাহন পানিতে বিকল হয়ে পড়ে, বহু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় কিংবা মাঝপথে আটকে যায়। যাত্রীরা কোমরসমান পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে
বাধ্য হন।
ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক দোকানে পানি ঢুকে পণ্য নষ্ট হয়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট ও ফুটপাত একপ্রকার অচল হয়ে পড়ে, যার ফলে কমে গেছে দোকানে ক্রেতার উপস্থিতিও।
নগরবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতি সৃষ্টি হলেও খুলনা সিটি করপোরেশন এখনো পর্যন্ত এর টেকসই কোনো সমাধান দিতে পারেনি। নাগরিকরা দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।