Print

Rupantor Protidin

মণিরামপুর অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের ঈদ পুর্ণমিলনী

প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২৫ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: জুন ১৬, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

মণিরামপুর অফিসার্স ক্লাবে

পবিত্র ঈদ উল আযহা’র দীর্ঘ ছুটি কাটিয়ে দপ্তর ভিত্তিক কার্যক্রমে ফিরেছে মণিরামপুর উপজেলা প্রশাসন সহ সকল দপ্তরের স্ব স্ব দপ্তর কর্তৃপক্ষ। গত ১৫ই জুন রবিবার থেকে দেশের প্রতিটি সরকারি দপ্তরে শুরু হয়েছে কর্মকর্তা কর্মচারীদের কর্ম-ব্যাস্ততা।

দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসেই ঈদ পরবর্তী পুনর্মিলনী ও সৌজন্যে স্বাক্ষাত করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। রবিবার প্রথম কর্মদিবসের কার্যক্রম শেষে উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও মণিরামপুর সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদূম’কে ফুলেল শুভেচছা প্রদান করেন উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানেরা।

১৫ই জুন রবিবারের কার্যক্রমের আলোচনা শুরুতে রেখে বিভিন্ন দপ্তরের নিজস্ব সেবাদানকে আরো গতিশীল করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

ঈদ পরবর্তী এ ঈদ পুনর্মিলনীর একে অপরকে ফুলেল শুভেচছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শোভন,উপজেলা হিসাব রক্ষক অফিসার মোঃ সেলিম রেজা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক প্রমূখ।