Print

Rupantor Protidin

যবিপ্রবির সাবেক ভিসি আব্দুস সাত্তার কারাগারে

প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২৫ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৬, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যবিপ্রবির সাবেক ভিসি আব্দুস সাত্তার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোমবার (১৬ জুন) দুপুরে সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, মামলার ধার্য তারিখে আদালতে হাজির হয়ে ড. সাত্তার জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার অপর দুই আসামি—যবিপ্রবি এর উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন—বর্তমানে জামিনে রয়েছেন। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

দুদকের যশোর কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন ২০২৩ সালের ২১ আগস্ট এই তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ২০০৯ সালে যবিপ্রবির সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে আব্দুর রউফ আবেদন করেন। নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন তৎকালীন ভিসি ড. আব্দুস সাত্তার এবং সদস্য ছিলেন ইবির ড. কামাল উদ্দিন।

পরীক্ষায় আব্দুর রউফ অভিজ্ঞতার অভাবে নির্বাচিত না হলেও তাকে প্রথমে সহকারী পরিচালক এবং পরে সেকশন অফিসার (গ্রেড-১) পদে নিয়োগের সুপারিশ করা হয়। এরপর উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়া রিজেন্ট বোর্ডের সভাপতির ক্ষমতায় ড. সাত্তার তাকে নিয়োগ দেন।

পরবর্তী সময়ে রউফ পদোন্নতি পেয়ে ২০১৪ সালে সহকারী পরিচালক এবং ২০২১ সালে উপ-পরিচালক পদে নিয়োগ পান। অভিযোগে বলা হয়, অবৈধভাবে নিয়োগ পাওয়ার কারণে তিনি ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া, যবিপ্রবিতে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও সাবেক আরেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আরেকটি মামলা চলমান রয়েছে।

আরো নিউজ পড়ুন।