Print

Rupantor Protidin

অকৃত্রিম ভালোবাসার আরেক নাম ‘বাবা’

বিশ্ব বাবা দিবস আজ

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৫ , ১:৩২ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়। মায়ের মতো বাবাও পরিবারের এক অবিচ্ছেদ্য স্তম্ভ—যিনি সারাজীবন নিঃস্বার্থভাবে সন্তানের জন্য নিরলস পরিশ্রম করেন।

দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতি , ছবি ও শুভেচ্ছা বার্তা। অনেক সন্তানই এ দিনে বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বিভিন্ন উপহার, চিঠি বা বিশেষ সময় কাটানোর আয়োজন করেছে।

বিশেষজ্ঞদের মতে, সন্তান গঠনে বাবার ভূমিকাও মায়ের মতোই গুরুত্বপূর্ণ। আর তাই সমাজেবাবা-মায়ের সম্মান সমানভাবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন।

এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ছবি প্রদর্শনী ও বাবা-মেয়ের/ছেলের গল্প শোনার মতো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্বব্যাপী পরিবারকে মূল্যায়ন ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে বাবা দিবস পালিত হয়ে আসছে ১৯০৯ সাল থেকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পায় এবং তারপর থেকে সারা বিশ্বে এটি পালিত হয়ে আসছে।

আজকের এই দিনে আমরা যেন আমাদের বাবাদের প্রতি ভালোবাসা, দায়িত্ব ও সম্মান জানাতে না ভুলি—কারণ একজন বাবাই সন্তানদের সবচেয়ে বড় আশ্রয়।