Print

Rupantor Protidin

স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ইশরাকের

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৫ , ১:০৪ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে ফের নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকেরা। রোববার (১৫ জুন) টানা ১০ দিনের ঈদের ছুটির পর সরকারি অফিস খুললে সকাল থেকেই তার অনুসারীরা নগর ভবনের সামনে জড়ো হন এবং অবস্থান নেন।

বেলা ১১টার দিকে সেখানে উপস্থিত হন ইশরাক হোসেন নিজেও।নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন, “মেয়র হিসেবে আমাকে শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা এ দায়িত্ব পালন না করে সংবিধান লঙ্ঘন করেছেন।”তিনি আরও বলেন, “আমরা জনগণের দুর্ভোগ চাই না, তবে এই আন্দোলন চলবে। এটা জনগণের ন্যায্য দাবি। সরকার যদি মনে করে, এই শান্তিপূর্ণ আন্দোলন এমনি এমনি থেমে যাবে, তাহলে তারা বিভ্রান্তিতে রয়েছে।”

ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখন আর আন্দোলন থামানোর সুযোগ নেই। গণতান্ত্রিক পন্থায় আমাদের অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে চলবে। পাশাপাশি আমরা দৈনন্দিন সেবা কার্যক্রম তত্ত্বাবধান করব।”উল্লেখ্য, এর আগে ৩ জুন ঈদুল আজহা উপলক্ষে আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।