Print

Rupantor Protidin

চৌগাছায় বহিস্কৃত সেনাসদস্যের ছুরিকাঘাতে জামায়াত কর্মীর বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৫ , ১০:৫৫ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

চৌগাছায় বহিস্কৃত সেনাসদস্যের ছুরিকাঘাতে জামায়াত কর্মীর বড় ভাইয়ের মৃত্যু

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোটভাই বহিস্কৃত সেনাসদস্য ইব্রাহিম (৪৫) এর ছুরিকাঘাতে বড়ভাই রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় জামায়াত কর্মী বলে জানা গেছে।শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে ছোট ভাই কর্তৃক গরু জবাই করা বড় একটি ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায়। পরে রাত ১০টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।

নিহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সাথে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার চাচা ইব্রাহিম আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে ইব্রাহিম পশু জবেহ করার ধারাল ছুরা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে।

তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে একাধিক বিবাহ ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করার অভিযোগে ইব্রাহিম সেনা সদস্য থেকে বহিস্কৃত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তিনি মারা গেছেন। পুলিশ ইব্রাহিমকে গেপ্তারে অভিযানে রয়েছে। তিনি বলেন, এখন পযর্ন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।