Print

Rupantor Protidin

সাংবাদিক জুবায়ের আহমেদের পিতার ইন্তেকাল

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক ও দীপ্ত টিভির যশোর জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদের পিতা মোহাম্মদ উল্লাহ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার রাত ৮টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে যশোরের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল রবিবার বাদ জোহর বারান্দীপাড়া কদমতলা নাঈম মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।