Print

Rupantor Protidin

উত্তরায় র‍্যাবের পোশাক পরে ফিল্মি স্টাইলে এক কোটি আট লাখ টাকা

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৫ , ৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

উত্তরায় র‍্যাবের পোশাক পরে ফিল্মি স্টাইলে এক কোটি আট লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‍্যাবের পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন ফিল্মি স্টাইলে এসে ‘নগদের’ এক এজেন্টের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘নগদের এজেন্ট বলেছে তাদের এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিস যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’

ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে।

এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‍্যাবের জ্যাকেট পরা লোকেরা দৌড়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়।

এদিন দুপুরে র‍্যাব- ১ এর কার্যালয়ে সাংবাদিকদরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি যদি র‍্যাব হন সেও ছাড়া পাবে না। অনেক সময় র‍্যাব-পুলিশের পোশাক পরে কেউ কেউ অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।’