Print

Rupantor Protidin

আশাশুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে কোম্পানির ট্রাকের ধাক্কায় ঘরবাড়ি ভাঙচুর

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৫ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

আশাশুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে কোম্পানির ট্রাকের ধাক্কায় ঘরবাড়ি ভাঙচুর

আশাশুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে কোম্পানির ঘাতক ট্রাকের ধাক্কায় ঘরবাড়ি ভাঙচুর। আনুঃ লক্ষ্যাদিক টাকার ক্ষয়ক্ষতি। ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার মন্ডল জানান, শনিবার বিকাল সাড়ে ৩টায় প্রাণ কোম্পানির একটি (ঢাকা মেট্রো অ-১৩-০৩৪৪) ট্রাক প্রতাপনগর থেকে গোয়ালডাঙ্গর দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা রাস্তায় বামন ডাঙ্গা গ্রামের নগেন্দ্রনাথ সানার ছেলে বিপ্লব সানার মাটির প্রাচীরের দেওয়াল ভেঙে গোয়াল ঘর, রান্নাঘর সহ আংশিক বসত ঘর ভেঙে প্রায় ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।

আশাশুনি থানার এসআই ফয়সাল ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, ট্রাক ড্রাইভার ও বাড়ির মালিক উভয় পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের
মাধ্যমে একটি আপস মীমাংসা হয়েছে।