Print

Rupantor Protidin

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৫ , ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার (১৪ জুন) সকাল পৌনে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানউপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। সফরের অন্যতম আলোচিত বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি “অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে” অনুষ্ঠিত হয় বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

বৈঠকে তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ড. ইউনূস বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সপন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। তবে এর জন্য সংস্কার ও বিচার ব্যবস্থায় যথেষ্ট অগ্রগতি অর্জন করতে হবে।

রাজা চার্লসের কাছ থেকে সম্মাননা যুক্তরাজ্য সফরে ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাজা চার্লস তাকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননায় ভূষিত করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অন্যান্য বৈঠক ও কর্মসূচি সফরকালে ড. ইউনূস যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এবং একাধিক সরকারি ও বেসরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা, সম্পদ পুনরুদ্ধার, এবং উন্নয়ন বিষয়ক নানা আলোচনায় অগ্রগতি হয়েছে।