Print

Rupantor Protidin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী আলোচনা সভা, গণ-অভ্যুত্থানে আহত
পরিবারকে সন্মাননা স্বারক প্রদান ও ছোট ছোট নৃত্য শিল্পীর পরিবেশনার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে
দিয়ে ঈদ পুনর্মিলনী করেছে মণিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

১৩ জুন(শুক্রবার) বিকালে মণিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সন্মাননা স্বারক প্রদান ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার আহবায়ক রাশেদ খান।
হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের আহবায়ক আল শাহরিয়ার।

শরীফ মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
যশোর জেলার মূখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিখন, যুগ্ম আহ্বায়ক দেবব্রত দাস, যুগ্ম সদস্য
সচিব সোহানুর রহমান সোহান, তাসনিম হাসান বর্ষা, নাসিমুল বারী সাইমুম, সিয়াম, সৌহার্দ্য প্রমূখ।
সব শেষে ২৪’শের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থীদের পরিবারের মাঝে সন্মাননা স্বারক
প্রদানের পর শিশু নৃত্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়
মণিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী ২০২৫ এর অনুষ্ঠান।