Print

Rupantor Protidin

সবকিছু ঠিকঠাক থাকলে রমজানের আগেই নির্বাচন হতে পারে

ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৫ , ৬:০৬ অপরাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

২০২৬ সালের জাতীয় নির্বাচন পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই আয়োজন করা যেতে
পারে—যদি প্রয়োজনীয় প্রস্তুতি ও সংস্কার কাজ সম্পন্ন করা যায়। শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়টি উঠে আসে।
বৈঠকটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের ডরচেস্টার
হোটেলে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই আলোচনার পর বিকেল ৪টায় যৌথ ব্রিফিংয়ে উভয় পক্ষের
মতামত প্রকাশ করা হয়।
বৈঠকে তারেক রহমান আগাম নির্বাচন আয়োজনের প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, দলীয়
চেয়ারপারসন খালেদা জিয়াও এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনকে সমর্থন করেন।
অধ্যাপক ইউনূস বলেন, তিনি ইতোমধ্যে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন।
তবে পরিস্থিতি ও প্রস্তুতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধ, অর্থাৎ রমজান শুরুর আগের
সপ্তাহেও নির্বাচন সম্ভব। তবে এর জন্য বিচার ও নির্বাচন-সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি
প্রয়োজন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস
সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উভয় নেতা বৈঠক শেষে একে সফল ও গঠনমূলক আখ্যা দেন। তারা আশা প্রকাশ করেন,
পারস্পরিক সংলাপের মাধ্যমেই রাজনৈতিক অচলাবস্থা নিরসন সম্ভব হবে।