Print

Rupantor Protidin

যশোরে বৃদ্ধের কাছে দুই সহোদরের চাঁদা দাবি

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৫ , ১০:১২ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধের জমি বিক্রির টাকা হাতে নিতেই লাখ টাকা চাঁদা দাবি করেছে দুই সহোদর। রাজি না হলে হত্যার হুমকি দিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নিলেও বাকি ৯০ হাজার টাকার জন্য আবারও অব্যাহত ভাবে হুমকি দিয়ে আসছে। এমনই ঘটনায় সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের আব্দুল গণি বাদী হয়ে ১১ জুন কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, একই গ্রামের মৃত সোনা মিয়ার দুই ছেলে আনোয়ার হোসেন ও সোহরাব হোসেন।

অভিযোগে ভুক্তভোগী আব্দুল গণি বলেছেন, বয়সের ভারে অসুস্থ্য অবস্থায় প্রায় তিন বছর তিনি বেকার হয়ে আছেন। কোন আয় না থাকায় কখনও খেয়ে আবার কখনও না খেয়ে পরিবার নিয়ে দিন পার করছেন তিনি। একমাত্র মাখা গোজার ঠাই ছিলো একটি মাটির দেয়ালের বসত ঘর। এরই মধ্যে ওই ঘরটি বৃষ্টির পানিতে ভিজে মাটির দেয়াল ভেঙ্গে গিয়েছে। কিন্তু ঘর নির্মাণে তার কোন নগদ অর্থ বা টাকা পয়সা নেই। বাধ্য হয়ে বসত ভিটার একটি অংশ তিনি বিক্রি করে দেন। আর সেই টাকা দিয়ে ঘর নির্মাণ করার কাজ শুরু করেন। এরই মধ্যে বিবাদী আনোয়ার হোসেন ও সোহরাব হোসেন বৃদ্ধ আব্দুল গণির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে ঘর নির্মাণ কাজে বাধা দেয়া হয়। বাধ্য হয়ে ওই দুই সহোদরকে চাঁদা স্বরূপ ১০ হাজার টাকা দেন। কিন্তু বাকি ৯০ হাজার টাকা না দেয়ায় আবারও ওই বৃদ্ধকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। ফলে গত ১১ জুন বৃদ্ধ আব্দুল গণি বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। বর্তমানে ওই চাঁদাবাজদের ভয়ে আতংকের মধ্যে রয়েছে বাদীর পরিবার।