Print

Rupantor Protidin

কমিটি বিলুপ্ত ঘোষনা

কালীগঞ্জে বিএনপি’র ২ কর্মী হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ বহিষ্কার ২

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৫ , ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী আপন দুই ভাই মোহাব্বত আলী ও ইউনুচ আলী হত্যাকান্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও সাবেক সদস্য আশরাফ মহুরিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে দলটি। ১২ জুন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ জোয়াদ্দার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। নতুন কমিটি নিয়ে ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন এমন কোন চিন্তা নেই আমাদের।

এর আগে ১ জুন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী মোহাব্বত আলী নিহত হয়, পরে তার আপন ভাই ইউনুচ আলী ৪ জুন চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ঘটনা কেন্দ্র করে মোহাব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় ডা. নুরুল ইসলামকে ১ নম্বও আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।