Print

Rupantor Protidin

প্রকাশ্যে হত্যার হুমকি

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৫ , ১০:০১ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপিতে দুই বন্ধুর সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে সন্ত্রাসী স্টাইলে বাড়িতে হামলা করতে গেলে বাধা দেওয়ায় হত্যার হুমকি এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হরিঢালী গ্ৰামে। অভিযোগে জানা গেছে, ২৮ মে দুপুরে হরিঢালী সরকারি পুকুর পাড়ে দুই বন্ধু রাহান হোসেন ও নয়ন চৌধুরীর মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন নয়ন চৌধুরী তার পিতা মিজান চৌধুরী ও ছেলে বাদশা চৌধুরী রাহান হোসেনের বাড়িতে প্রবেশ করে রাহান হোসেনকে টেনে হিচড়ে বাড়ির বাহিরে এনে ধাক্কাধাক্কির এক পর্যায়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এসময় রাহান হোসেনের মা এগিয়ে আসলে অকথ্য ভাষায় গালিগালাজসহ বলে,আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং ভুলি নাই। তোর ছেলে বাসার বাহিরে আসলে লাশও দেখতে পাবি না হত্যা করে গুম করে দিবো। হুমকির শিকার রাহান হোসেনের মা মিনা বেগম জানান,এলাকায় তারা আ’লীগের আমলে সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে একাধিক ব্যক্তিদের উপর হামলা করে। আমার স্বামী চাকরি সুবাদে খুলনায় থাকে। আমার একমাত্র সন্তান রায়হানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,আ’লীগের আমলে মিজান চৌধুরীর নেতৃত্বে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালাতো। এখনো বহাল তবিয়তে তার বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। একাধিক এলাকাবাসী জানান তারা আগের মতো এখনও ক্ষমতার দাপট দেখিয়ে বর্তমান সময়ে একই ভাবে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা অব্যাহত রেখেছে। এলাকা বাসী তাদের এহেন কর্মকাণ্ডে থেকে মুক্তি চাই।

এই বিষয়ে জানতে চাইলে মিজান চৌধুরী জানান, আমরা তার বাড়িতে গিয়েছিলাম কেন আমার ছেলের সাথে ঝগড়া করলো। হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কথার উত্তরে অনেক কথা হয়েছে।

পাইকগাছা থানার (ওসি তদন্ত অতি দায়িত্ব)ইদ্রিসুর রহমান জানান, বাড়িতে যেয়ে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়রি হয়েছে। তদন্ত শেষে ব্যাবস্থা গ্রহন করা