ঝিকরগাছা উপজেলার ২নং মগুরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান আব্দারের বাড়িঘর ভাংচুরের ঘটনায় মামলা করা হযেছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফুলবাড়ি গ্রামে। ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ ঘটনটি ঘটেছে।
আটককৃতরা হলো, একই গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলামের ছেলে যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভির হাসান রাকিব ওরফে রাকিবুল (৩২), ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি তবিবর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম ৩৫) ও আজিম উদ্দিনের ছেলে রাতুল হোসেন (২২)।
বিএনপি নেতা আব্দুর রহমান আব্দার বলেন, এদিন মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। এ পর্যায়ে তিনি নিজ বাড়ির দ্বিতীয়তলার বারান্দা থেকে দেখতে পান রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার বাড়ির সামনে ১০/১২জনের একদল সন্ত্রাসী হাতে গাছি দা, হাতুড়িসহ বিভিন্ন দেশিয় অস্ত্রসহ অবস্থান করছে। এসময় আব্দুর রহমান আব্দার মোবাইলের মাধ্যমে প্রতিবেশিদের খবর দেয়। পরে চারদিক থেকে গ্রামবাসি ঘেরাও করে দেশিয় অস্ত্রসহ উল্লেখিত ৩জনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ আটককৃ তিনজনকে হেফাজতে নেয়।
এই ঘটনার জের ধরে রাত ৩টার দিকে সন্ত্রাসীদের পক্ষিয় লোকজন সশস্ত্র অবস্থায় বিএনপি নেতার আব্দুর রহমান আব্দারের বাড়ি-ঘর ভাংচুর করে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে বিএনপি নেতা আব্দার রহমান সাংবাদিকদেরকে জানিয়েছেন।
এব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুরে ১২জনকে আসামী করে ঝিকরগাছা থানায় একটি মামলা দয়ের করেন বিএনপি নেতা আব্দুর রহমান আব্দার। ঝিকরগাছা থানার মামলা নং-৫।
জানতে চাইলে মামলার বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।