‘উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। মুখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, বিভাগীয় এতিম ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শেখ ফারুক হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, শ্রীউলার প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, কাদাকাটি ইউপি প্যানেল চেয়ারম্যান গীতা রানী মন্ডল, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম প্রমুখ।