Print

Rupantor Protidin

শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র পাচারকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৫ , ১:৫৯ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের শার্শা সীমান্ত থেকে ২ টি নাইম এমএম পিস্তল ২টি ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।  বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯ টার দিকে সীমান্তের অগ্রভুলট গ্রাম থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি তাদের আটক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

আটককৃতরক হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)। বিজিবি সুত্রে জানায়,, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শার্শা পাঁচভূলট সীমান্তেঅবৈধ অস্ত্র সংরক্ষন করা হয়েছে। পরে বিজিবি অভিযান চালিয়ে পাঁচভূলট সর্দারপাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির আঙ্গিনায় মাটি খুড়ে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) এবং ১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা  ইছা সর্দারের  এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার তথ্যে গোয়াল ঘর হতে ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১ টি ম্যাগাজিন উদ্ধার হয়। উদ্ধারকৃত সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালী ম্যাগাজনের আনুমানিক বাজার মুল্য সাড়ে ৪ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি  ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।