Print

Rupantor Protidin

ঘরভাড়া করতে যেয়ে যশোরে ধর্ষণের শিকার নববধূ

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৫ , ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে স্বামীর সাথে ঘরভাড়া করতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। একটি ঘরে তাকে আটকে হাত-পা বেধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই বধূূ বৃহস্পতিবার দুুপুরে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় রামনগর এলাকার রুবেল হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, একমাস আগে তার বিয়ে হয়। তার স্বামীর পূর্ব পরিচিত আসামি বৃষ্টি। বৃষ্টির বাড়ি শেখহাটি হলেও তিনি রামনগর এলাকায় ইফাদ অটোর গলিতে ভাড়া থাকেন। সেই সুবাধে ওই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য তার স্বামী ও বৃষ্টির বাড়িতে যান। বৃষ্টির সাথে একটি বাসা দেখে তাদের পছন্দ হয়। একপর্যায়ে বৃষ্টির বাড়িতে তাকে রেখে স্বামী সংসারের বিভিন্ন মালামাল কিনতে বাইরে যান। স্বামী বাইরে যাওয়ার পর তিনজন অপরিচিত ব্যক্তি বৃষ্টির বাড়িতে যান। তারমধ্যে একজনের চুল লম্বা।

পরে তিনি একটি ঘরে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে বৃষ্টি চুল লম্বা ওই ব্যক্তিকে তার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে দেন। চুল লম্বা ওই ব্যক্তি তার হাত ও মুখ বেধে ধর্ষণ করেন। অন্যরা বাইরে থেকে পাহারা দিতে থাকেন। পরে তার কাছে থাকা সোনার চেইন, কানের দুল, আঙটি ছিনিয়ে নেয়। যার দাম দুই লাখ টাকা।
পরে এ বিষয়টি কাউকে কিছু বললে হত্যা করা হবে হুমকি দিয়ে ওই তিনজন চলে যান। তিনি স্বামীকে বিষয়টি বলেন। স্বামী বৃষ্টিকে ওই তিনজন কারা ছিলেন তা জানতে চাইলে নানা তালবাহানা করেন। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃষ্টি পালিয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।