Print

Rupantor Protidin

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৫ , ৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদাহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। নিহত সাইদুর রহমান সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

সাইদুর রহমান শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ‘লাটা হাম্বা’ (ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তার মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইসর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।