Print

Rupantor Protidin

কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত পার্টনার কৃষক কংগ্রেসে কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষক সেবা কেন্দ্র গড়ে তোলার লক্ষে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন।