Print

Rupantor Protidin

যশোরে ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা বুধবার সকালে যশোর কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।

ইমপ্রুভড সাসটেইনেবল রিউন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আজাহারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ কাজ করতে বিদেশে যায়। এদের কারনে দেশে বেশি রেমিডেন্স আয় হয়। তবে সবাই সঠিক ভাবে বিদেশে যেতে না পারায় ফিরে আসতে হয়। আর যারা বিদেশে টিকে যায়ম তারা ভাষাগত সমস্যার কারনে বিদেশী শ্রমিকের চেয়ে অর্ধেক বেতন পায়। এজন্য সঠিক ভাবে বিদেশ যেতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান ব্র্যাকের জেলা সমন্বয়কারী আল মাসুর রহমান, মাইগ্রেন্টস প্রকল্পের সিনিয়র ম্যানেজার সাজ্জাদ হোসেন, রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।