যশোরে তিনদিন ব্যাপি ভূমি মেলা মঙ্গলবার শেষ হয়েছে। সমাপনী দিনে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল, ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথ নকশা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে মানুষের জন্য জমিজমা সংক্রান্ত কার্যক্রম সহজ করা হয়েছে। আগে জমি সংক্রান্ত আবেদন বা অন্য কাজ নিঃষ্পত্তি হতো তিন মাসে। এখন ২৮ দিনে এসব আবেদন নিঃষ্পত্তি করা হচ্ছে। অনলাইন কার্যক্রমের মাধ্যমে সরকারি ও মালিকানা জমি জটিলতা কমিয়ে আনা হয়েছে। জমি কেনার আগে অনলাইনে জমির সঠিক কাগজপত্র যাচাইবাচাই করে নেয়া যাচ্ছে। কেউ ভূয়া কাগজপত্র দিয়ে জমি বিক্রি করে প্রতারণা করতে পারবে না।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, চার্জ প্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার নারায়ন চন্দ্র পাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার, মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার।