যশোরে সরকারি কলেজের শিক্ষকরা তিনদফা দাবি আদায়ের লক্ষে কলম বিরতি করেছেন। মঙ্গলবার যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজের শিক্ষকরা সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলম বিরতি করেন।
শিক্ষকদের তিনদফা দাবির মধ্যে রয়েছে প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা প্রত্যাহার, আন্তঃক্যাডার বৈষম্য নিরাসন, ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল করে সকল ক্যাডার সার্ভিসে সমতা আনার দাবি করেন তারা।
শিক্ষকরা বলেন, শিক্ষা, কৃষি, মৎস্যসহ ২৫ টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের সাথে বৈষম্য করছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। বৈষম্যমূলক আচারণ বন্ধ করে সব ক্যাডারের কর্মকর্তাদের জন্য সমতা আনার দাবি করেন তারা।
যশোর সরকারি এম এম কলেজে কর্মবিরতিতে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মেহেদী হাসান।