Print

Rupantor Protidin

ঝিকরগাছায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৫ , ৯:২১ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী, কমনরুম ও সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের অফিস কক্ষের পিছনের ৪টি জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির হয়েছে।

ঘটনাটি ঘটেছে, সিসি ক্যামেরার সুত্র ধরে সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এসম অজ্ঞাতনামা চোরেরা স্কুল ও কলেজের বেশ কয়েকটি আলমিরা ও ড্রয়ারের লক ভেঙে কিছু নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এস আই মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুল ও কলেজের পক্ষ থেকে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

জানতে চাই সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন ও সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, নগদ টাকা আছে ভেবেই চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন।

উল্লেখিত ঘটনার সাথে জড়িতরা দ্রুত সময়ের মধ্যে সনাক্ত হবে বলে জানিয়েছেন, থানার এস আই মহিদুল ইসলাম।