Print

Rupantor Protidin

কেশবপুরে মেডিসিন ও শিশু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৫ , ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের  কেশবপুরে  মজিদপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার  ইউনিয়ন পরিষদ চত্বরে  সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ ও সমাধানের যৌথ অর্থায়নে মেডিসিন ও শিশু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে বরিশাল  মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ  ডা. নাহিদ হোসেন  ও যশোর আর্মি মেডিকেল কলেজের প্রভাষক আকাশ চৌধুরী সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৭৫  রোগীদের সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ সমাধানের উপ-পরিচালক মোঃ শফিউল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান,  ইউনিয়ন প্রাশসনিক কর্মকর্তা আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান, সাইফুর রহমান, মহিউদ্দিন, আসাদুজ্জামান ডা. রায়হান আহম্মেদ শুভ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম বান্টু প্রমুখ।