Print

Rupantor Protidin

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধ, সোয়াট ও বিজিবি মোতায়েন

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৫ , ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে পুলিশের পাশাপাশি সোয়াট, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সকালে সচিবালয়ের সামনে দেখা যায়, কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গেইটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না, দুপুর ১২টার পর সেই সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে, আজ দর্শনার্থী প্রবেশে নিষেধ করে সোমবার (২৬ মে) রাতেই আদেশ জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, সকাল থেকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারছেন না।

প্রসঙ্গত, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ঘিরে গত তিন দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মচারীরা। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ মিছিলে প্রতিদিনই উত্তাল থাকছে সচিবালয়। চতুর্থ দিনের মতো আজও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।