Print

Rupantor Protidin

ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৫ , ৮:০৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মানিক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) রাতে উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ মানিক জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সোনাপাহাড় এলাকার মুছা মিয়া বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন। চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, রাতে বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। তবে জিআরপি পুলিশ খবর দেওয়ার আগেই রাতে মরদেহ দাফন করা হয়েছে।