Print

Rupantor Protidin

১২ দিন পর বেনাপোল বন্দরে বাণিজ্য স্বাভাবিক

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৫ , ৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতি স্থগিত হওয়ায় স্বাভাবিক হয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের আমদানি, রফতানি বানিজ্য।

সোমবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য পরিবহন ও বন্দর থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় পণ্য খালাস শুরু হয়। এনবিআরকে বিলুপ্ত না করে সংস্কারের দাবিতে গত ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১২ দিন অর্ধদিবস করে কলমবিরতিতে অচলাবস্থা নেমে এসেছিল বাণিজ্য ও রাজস্ব আয়ে।

বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে ৫ শতাধিক ট্রাক বিভিন্ন ধরনের পন্য আমদানি ও এসব পণ্য থেকে ৫০ কোটি টাকার রাজস্ব আয় হলেও কলম বিরতির কারনে তা অর্ধেকে নেমেছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সোমবার সকাল থেকে বাকি কাজ পুষিয়ে নিতে পুরোদমে কাজ শুরু করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুল্কায়নসহ আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, রোববার সকাল থেকে কাস্টমস হাউজ, বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মবিরতি ছিল। রাতে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করায় সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে।