Print

Rupantor Protidin

যশোরে ছোট ভাইকে কুপিয়ে আহত করলেন বড় ভাই

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া আন্দুলিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত হয়েছেন।

আহত ব্যক্তির নাম তৈমুর রহমান (৩৫), পিতা নওশাদ আলী। তিনি আজ সোমবার (২৬ মে) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বড় ভাই ফিরা (৫০)-এর কাছে পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফিরা ও তার স্ত্রী মিলে নিজ বসতবাড়ির উঠানে তৈমুরকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

তৈমুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত তৈমুর রহমানের অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছিল।