Print

Rupantor Protidin

ঈদ উপলক্ষে বন্দর শ্রমিক দলের অবরোধ প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৫ , ৭:০৫ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন ঈদুল আজহার আগে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে সড়ক ও জেটি গেট অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে চট্টগ্রাম বন্দর শ্রমিক দল।

সোমবার (২৬ মে) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নেতা হুমায়ূন কবীর। তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনভোগান্তি এবং জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে ঈদের আগে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং পণ্য ওঠানামায় কোনো বাধা থাকবে না।’তিনি আরও বলেন, ‘কর্মসূচি প্রত্যাহার করা হলেও শ্রমিকদের মূল দাবি ডিপি ওয়ার্ল্ডের লোকজনের জেটিতে অনুপ্রবেশ বন্ধ না হলে এবং আদালতের রায়ের প্রেক্ষিতে তাৎক্ষণিক নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’