Print

Rupantor Protidin

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২৫ , ৮:৫৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৪, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে সড়ক দুর্ঘটনায় হেলাল শেখ ( ২২) নামে ১ নিহত হয়েছে। নিহত ব্যক্তি একজন ট্রলিগাড়ির ড্রাইভার।

জানা যায়, আজ শনিবার বিকাল ৫ টার দিকে সোনাতুন্দী ট বাজার সংলগ্ন হাঁনু নদীর উপর নির্মিত ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । হেলালকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু তাহের মোঃ রাসেল মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু হয়েছে বলে ডাক্তার রূপান্তর প্রতিদিনকে জানান ।

উল্লেখ্য এ ঘটনার কিছুক্ষণ আগে বালু বহনকারী একটি ট্রলি ব্রিজের পাশে নদীর ভাঙ্গনে উল্টে যায়। উল্টে যাওয়া গাড়িটি উঠানোর জন্য হেলাল শেখ অন্য একটি গাড়ির সঙ্গে চেইন লাগিয়ে উঠানোর চেষ্টা করে। চেষ্টাকালীন সময়ে চেইন ছিড়ে গেলে হেলাল শেখ তার গাড়ি থেকে ছিটকে পড়ে। তখন হেলাল দুই গাড়ির মাঝে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রকাশ থাকে যে, সোনাতুন্দী ট বাজার ব্রীজ সংলগ্ন রাস্তাটি টিকেটিনগর গ্রামের সঙ্গে সংযুক্ত। এই রাস্তা দিয়ে মাটি বহনকারী গাড়ি যাতায়াত করায় রাস্তটি যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে।

হেলাল শেখ শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের মন্টু শেখের ছেলে ।