Print

Rupantor Protidin

তালায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার -১

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেনিতে পড়ুয়া প্রতিবন্ধী এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষনের চেষ্টার অভিযোগে শেখ রওশান আলী (৫৪) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এঘটনাটি ঘটে। রওশান আলী উপজেলার গনেশপুর গ্রামের পাচু শেখের ছেলে। নির্যাতিতা ওই স্কুল ছাত্রী খলিষখালী শৈববালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।

নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর মা জানান, প্রতিদিনের মত তার মেয়ে গনেশপুর বাজারের পাশে স্থানীয় এক প্রাইভেট পড়তে যায়। ওই দিন প্রাইভেট শিক্ষক না থাকায় সে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে গনেশপুর বাজারে আসলে মেয়েকে খাবার খাওয়ার কথা বলে প্রতিবেশি দাদা রওশান শেখ তার চায়ের দোকানে বসায়। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলে তাকে বাড়ির পার্শবর্তী একটি মুরগীর খামারের ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে মেয়ে বাড়িতে ফিরে ঘটনাটি খুলে বলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান, এঘটনায় নির্যাতিতা ওই ছাত্রীর মা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেছেন। মামলা নং-৭। রাতেই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।