Print

Rupantor Protidin

পাইকগাছায় নাশকতা মামলার আসামি সহ গ্রেফতার-৪

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৫ , ৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামি সহ পরোয়ানাভুক্ত এবং চুরি মামলায় চার জনকে আটক হয়েছে। আটককৃত সকল আসামিদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার লতা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের নেপাল দফাদারের ছেলে লতা ইউনিয়ন আ,লীগের সদস্য ভবেন্দ্র দফাদার (৩৫) কে থানার নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-৬। এছাড়াও খুলনার সোনাডাঙ্গার মৃত মোজাম্মেল ওরফে মোজাহার গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৫৪)কে থানার ১০ নং চুরি মামলার আসামি করে চালান দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোঃ জাহাঙ্গীর গাজীকে বুধবার দুপুরে পাইকগাছা সাব-রেজিষ্ট্রার অফিস থেকে জনৈক ব্যক্তিকে চেতনানাশক স্প্রে করে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক পূর্বক থানা পুলিশে সোপর্দ করা হয়।

এছাড়াও উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের আব্দুল সরকারের ছেলে মোঃ আজহারুল ইসলাম ও সরল গ্রামের অতুল দাসের ছেলে বাবু দাসকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করেছে থানা পুলিশ।

এবিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।