Print

Rupantor Protidin

চাহিদা বেশি থাকায় দীপিকাকে সিনেমা থেকে বাদ দিলেন পরিচালক

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৫ , ৬:৪২ অপরাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস। বলা হচ্ছিল, দুজনে ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’- এও একসঙ্গে কাজ করবেন তারা। কিন্তু তা আর হচ্ছে না।

শোনা যাচ্ছে, দীপিকা নাকি আর এই ছবির অংশ নন! অর্থাৎ, দীপিকাকে নিজের এই সিনেমা থেকে বাদ দিলেন পরিচালক সন্দীপ; দাবি করেন, অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদা রয়েছে দীপিকার।

ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল যে তিনি মাত্র ৮ ঘণ্টা কাজ করবেন। এরপরই বিষয়টি জটিল হয়ে ওঠে যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। শুধু তাই নয়, দীপিকা তেলুগুতে ডায়ালগ বলতেও অস্বীকার করেন বলে দাবি।

এও বলা হয়েছে, দীপিকা এই ছবির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে চলেছিলেন, যা প্রায় ২০ কোটি রুপি বলে জানা গেছে। আর এরকম সব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে পড়েন এবং দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলা হচ্ছে যে তিনি এখন নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে পিঙ্কভিলার রিপোর্ট এসেছিল যে দীপিকার গর্ভবতী হওয়ার কারণে ছবির শুটিংয়ে দেরি হচ্ছে। ছবির শুটিং নাকি ২০২৪ সালের শেষের দিকেই শুরু হওয়ার কথা ছিল। শুটিংয়ের তারিখ নিয়ে নেওয়ার পরেও দীপিকা ছবিটি সাইন করতে অস্বীকার করেছিলেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী সন্দীপ আবার নতুন সময়সূচি তৈরি করেছিলেন।