Print

Rupantor Protidin

বেনাপোলে যুবলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৫ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারতে পালিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ সোমবার (১৯ মে) বেলা ১টার দিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ জামিল আহম্মেদের পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরবর্তীতে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে আমাদের সন্দেহ হয়। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।