Print

Rupantor Protidin

পাইকগাছায় শিশু কল্যানে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৫ , ৭:২৪ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু কল্যানে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার লোনাপানি গবেষণা কেন্দ্রের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিস ফুলি সরকার,ডেপুটি ডিরেক্টর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা, রাজশাহী বরিশাল ক্লাসটার রাজু উইলিয়াম রোজারিও, ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট এন্ড পার্টনারিং, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চৌধুরী মোঃ তাসফিক-ই-হাবীব,প্রোগ্রাম কোয়ালিটি ম্যানেজার সাইলাস দাশ গুপ্ত, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ লতিফুল ইসলাম, এসিস্টেন্ট প্রফেসর সাধন স্বর্নকার।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্যানেল পিযুষ দাশ, খোরশেদ আলম, আব্দুল্লাহ সরদার, আব্দুল্লাহ সরদার, সুকুমার কবিরাজ সহ সাংবাদিক বৃন্দ।