Print

Rupantor Protidin

সরকারীভাবে উপজেলা পর্যায়ে প্রথম ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৫ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

অভয়নগর উপজেলার বেকার যুবক-যুবতীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে পনের দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক সম্পূর্ণ বিনামূল্যে ‘ ভিডিও এডিটিং ‘ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ১৯ মে) সকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘ উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, অভয়নগর ‘ এর সার্বিক সহযোগিতা ও আয়োজনে উপজেলা আইসিটি অফিসার আহসান কবিরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী এই কোর্সের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যশোরের অন্যতম ফ্রিল্যান্সার মো. তৌহিদ পিয়াস, ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী নিজেকে উক্ত আয়োজনে সংযুক্ত থাকতে পেরে গর্বিত অনুভব করেন মর্মে আরো বলেন যে, ‘ উপজেলা পর্যায়ে এই ধরণের প্রশিক্ষণের ফলাফল পেতে যে অবকাঠামো ও অনুদান প্রয়োজন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বা পাওয়াই যায় না। তার মধ্য দিয়েও অভয়নগর উপজেলাতে এবার ই ১ম এই আয়োজন। ‘

উল্লেখ্য যে গত ১৪ জুন পর্যন্ত উপজেলা পর্যায়ের এই কোর্সে আবেদন জমা পড়ে প্রায় অর্ধশত। তা থেকে মৌখিক পরীক্ষাগ্রহণপূর্বক বিশ জন প্রশিক্ষণার্থীদের বাছাই করে আজ এই আনুষ্ঠানিক সূচনা করা হয়।