Print

Rupantor Protidin

জিলাপির লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি  

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৫ , ৭:২৯ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মনিরামপুরে শিশু শ্রেণিতে পড়ুয়া চার বছরের এক শিশুকে জিলাপি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে এলাকাবাসী তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গালিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আল আমিন ওই গ্রামের মাহাতাব গাজীর ছেলে। পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।

শিশুটির বাবা অভিযোগ করেন, আল আমিন আমার চার বছর তিন মাস বয়সী শিশু শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জিলাপি খাওয়ানোর লোভ দেখিয়ে গতকাল শনিবার সকালে ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সে মেয়েটির লজ্জাস্থানে তেল লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আল আমিন তাকে ছেড়ে দেয়। পরে মেয়ে বাড়ি এসে সব খুলে বলে।

অভিযুক্ত আল আমিন বলেন, শিশুটি আমার পুতনী পরিচয় হয়। আমি সবসময় ওকে আদর করি। শনিবার সকালে ওরে কুলে তুলে আদর করেছি। পরে রাতে লোকজন এসে আমাকে ঘর থেকে ডেকে নিয়ে মারপিট করেছে। আমি নির্দোষ। ঘটনা সাজানো।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আল আমিন নামে এক যুবককে পিটুনি দিয়েছে লোকজন। অভিযুক্ত যুবক আমাদের হেফাজতে আছে। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।