Print

Rupantor Protidin

সাতক্ষীরায় ১২০টাকায় পুলিশে চাকরি পেল ২৮ জন

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৫ , ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

‘সেবার ব্রতে’ চাকরি এই শ্লোগানে সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা হতে যোগ্য প্রার্থী নিয়োগে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার রাতে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি। এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যে সকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়েন।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর ও হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসার্কেল) খুলনা।

এসময় আরও উপস্থিত ছিলেন, শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাতক্ষীরা মোল্যা মিরাজসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।