Print

Rupantor Protidin

পাইকগাছায় নাশকতা মামলায় ২ ইউপি সদস্য সহ ছাত্রলীগ নেতা আটক-৩

প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২৫ , ৭:০০ অপরাহ্ণ | আপডেট: মে ১৪, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় ২ ইউপি সদস্য সহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃত সকলকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার রাড়ুলী ইউনিয়নের মৃত নেহাল উদ্দিনের ছেলে আ,লীগ সমর্থিত ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়লকে বাঁকা বাজার থেকে ও একই ইউপি’র কাটিপাড়া গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে আ,লীগ সমর্থিত ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি’কে কাটিপাড়া বাজার এলাকা থেকে নাশকতা মামলার  সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-১৬।

অপরদিকে মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স’কে
নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়,মামলা নং-১০।

এ বিষয় পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় আটককৃত সকলকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।