Print

Rupantor Protidin

আইসিসির এপ্রিল মাসের সেরা মিরাজ

প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২৫ , ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৪, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো ‘আইসিসি মাসসেরা পুরস্কার’ অর্জন করেছেন এই অলরাউন্ডার। এর আগে এই সম্মান পেয়েছিলেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত এক বিবৃতিতে এপ্রিলে মাসসেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয়। এ পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে সমান দ্যুতি ছড়ান মিরাজ। দুই টেস্টে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮.৬৬ গড়ে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ। ৪ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট নেন। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ে বড় অবদান ছিল তার। ব্যাট হাতে করেন ১০৪ রান, বল হাতে নেন আরও ৫ উইকেট।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, ‘আইসিসি মাসসেরা খেলোয়াড় হওয়া আমার জন্য অনেক বড় সম্মান। এই পুরস্কার বৈশ্বিক ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় তা আরও বেশি তাৎপর্যপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এটা আমাকে আমার পথচলার শুরু মনে করিয়ে দেয়, যখন ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলাম। এই পুরস্কারও তেমনই স্পেশাল। এটি আমাকে আরও ভালো খেলতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য নিয়মিত অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’

ভক্ত ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিরাজ বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে মাঠে প্রভাব ফেলা এবং ভক্তদের আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। আমি আমার সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, এই পুরস্কার তাদের সবারও প্রাপ্য।’