Print

Rupantor Protidin

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর ফার্স্ট লুক প্রকাশ

প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: মে ১৪, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই মুক্তি পাবে নতুন সিজন।

আজ বুধবার প্রকাশিত হলো এই ধারাবাহিকের প্রথম লুক, পোস্টার।

দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে—এটাই চমক। এর বাইরে কোনো চমক নেই। আর হেভিওয়েট অভিনেতা বলতে তেমন কিছুই নয়।

নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন।

ফার্স্ট লুকে যথারীতি শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল। তবে এদের সঙ্গে পেছনে একজন ভূতকেও দেখা গেল। এই ভূত কেন বা কে? এটা এখন প্রশ্ন।

আর চাষী ভাইকে দেখা গেল শেফ হিসেবে।

কিন্তু সিজন-৫ এত দেরি করে শুরু হতে যাচ্ছে কেন? এর উত্তরে কাজল আরেফিন অমি বলেন, ‘দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি।

সিজন-৫ করার জন্য আমার এই সময়টুকু লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি।’

এরই মধ্যে প্রডাকশন হাউস বুব ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি।