Print

Rupantor Protidin

যশোরে সড়ক দুর্ঘটনায় ইটভাটা মালিক নিহত

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৫ , ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন হোসেন (৫০) নামে এক ইটভাটা মালিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার যশোর-চুকনগর সড়কের আগরহাটি ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন হোসেন মোহনপুর এলাকার ইসলামের ছেলে এবং ইসলাম ইটভাটার মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যশোরের দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার চুকনগরের দিকে যাচ্ছিল।

অন্যদিকে একটি মোটরসাইকেলে চড়ে চিনাটোলা বাজার থেকে মণিরামপুরে ফিরছিলেন শাহিন হোসেন। পথিমধ্যে স্টার ইটভাটার সামনে পৌঁছালে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহিন হোসেন ঘটনাস্থলে নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী।