Print

Rupantor Protidin

কপিলমুনিতে মঙ্গলবার আমির হামজার তাফসির মাহফিল

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৫ , ৯:১৫ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামীকাল কপিলমুনিতে হাউলী মাঠ প্রাঙ্গনে মরহুম কেরামত আলী ও আরুফা বেগমের রুহের মাগফিরাত কামনায় হাউলী ও পাশ্ববর্তী এলাকাবাসীর আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরত্বপুর্ণ তাফসির করবেন বর্তমান সময়ের আলোচিত বক্তা হযরত মাওলানা আমির হামজা,কুষ্টিয়া। বিশেষ আলোচকবৃন্দ হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদী,কুষ্টিয়া। হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর,খুলনা। হযরত মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, ঢাকা। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া উক্ত মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আবুল কালাম আজাদ,বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলাঞ্চাল সহকারী পরিচালক ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডাঃ আব্দুল মজিদ (এম বি বি এস),আহবায়ক উপজেলা বি এন পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, আলহাজ্ব মাওলানা আবুল হোসেন মোড়ল, অনুষ্ঠান পরিচালনায় থাকবেন হাফেজ মো আজিজুর রহমান ও আসাদুল ইসলাম সাদ্দাম।

মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছেন,পর্দা সহকারে মহিলাদের বসার সুব্যবস্থা ও দুর দুরান্ত থেকে আসা লোকদের গাড়ী রাখার ব্যবস্থা আছে। এ দিকে মাহফিলকে ঘিরে কপিলমুনির হাউলীসহ আশেপাশের কয়েকটি গ্রামে ঈদের মত আনন্দ বিরাজ করছে। প্রতিটি বাড়িতে শোনার জন্য ইতিমধ্যে আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়েছেন।