Print

Rupantor Protidin

মোদি এখন বুঝতে পারছেন

পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যার জেরে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। তবে এসব হামলা পাল্টা হামলা এখন থেমেছে। দুদেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি।

স্বল্প মেয়াদি এ যুদ্ধে ভারতকে ‘চুপ’ করিয়ে দেওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেছেন আফ্রিদি। সেই সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীকে ‘শিশু হত্যা’ এবং বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য দায়ী করেছেন।

করাচিতে আয়োজিত ‘ইয়ুম-ই-তাশাকুর’ (কৃতজ্ঞতা দিবস) সমাবেশে বক্তৃতাকালে আফ্রিদি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল।’

আফ্রিদি আরও বলেন, ‘তারা আমাদের শিশুদের শহিদ করেছে, বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই ধরনের আগ্রাসনের মুখে আমরা চুপ করে থাকব না।’

এর আগে গত মাসে পহেলগাম হামলায় পর ভারত পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করলেও সেটি অস্বীকার করেন আফ্রিদি। ভারতকে এর প্রমাণ দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে অক্ষমতার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ‘অক্ষম’ বলে অভিহিত করেন।